আমরা যেভাবে কাজ করে থাকি

চুক্তিপত্র
প্রথমে উভয় পক্ষের নিরাপত্তার স্বার্থে আমাদের চুক্তিপত্রে সাক্ষর করিতে হবে। অত:পর ভিসার আবেদন করব৷ এর জন্য ৩০ হাজার টাকা আমরা এডভান্স গ্রহন করে থাকি ।
ভিসা এপ্রুভাল
তারপর ১২-১৫ দিনের মধ্যেই ভিসার এপ্রুভাল এসে পরবে .. ইনশা আল্লাহ
টিকেট বুকিং
অতপর ৩ দিনের ভিতরে টিকিট বুক করতে হবে.. টিকিটের টাকা পরিশোধ করার ১ দিনের মধ্যেই  টিকিট দিয়ে দেওয়া হবে। ফ্লাইটের ১০ দিন পুর্বে বাকি টাকা পরিশোধ করে দিতে হবে ।
ওকে টু বোর্ড
অত:পর  ফ্লাইটের ২/৩ দিন পুর্বে ওকে টু বোর্ড  দিয়ে দেওয়া হবে.. এবং সাথে সাথে আপনার অফার লেটার এবং রিটার্ন টিকিট ও দিয়ে দেওয়া হবে.. ইনশা আল্লাহ..
ফ্লাইট
আপনার ফ্লাইট শুরু
রিসিভ
মিশর এয়ারপোর্টে আমাদের আজহারী ট্রাভেলসের প্রতিনিধি থাকবে, সে আপনাকে রিসিভ করে আপনার জন্য নির্ধারিত বাসায় নিয়ে যাবে। এবং খাবারের ব্যবস্থা করবে।
ভর্তি
অত:পর পরের দিন আপনার ইকামাহর মেয়াদ বাড়ানো হবে, মেডিক্যাল করা হবে এবং এম্বেসী লেটারের জন্য আবেদন করা হবে । অত:পর সকল ডকুমেন্টস কালেক্ট করে মিশর গমনের ৭-১০ দিনের মধ্যেই আপনাকে আল আযহারে ভর্তি সম্পন্ন করে দেওয়া হবে ।
© 2024 বাবরি ওয়ালা. এই ওয়েবসাইটটির স্বত্ত্বাধিকার.